ধানসিঁড়ি নিউজ।। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রভাবে যখন পুরো পৃথিবী স্তম্ভিত, লকডাউন, ঘরে থাকুন কথা গুলোর সাথে মানুষ নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে, চিকিৎসার অপ্রতুলতা পরিলক্ষিত হচ্ছিল।
এমন সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক ডিজইনফেকটেন্ট চেম্বার স্থাপন করে নতুন দিগন্তের সূচনা করেন। আর এই মহান কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
তিনি উদ্বোধন শেষে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি, করোনা রোগীরা যাতে পরিবারের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন, সেজন্য ডাক্তারদের কে ট্যাব প্রদান করেন।