ঝড়ে দেয়াল চাপায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু।
জয়পুরহাটে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ক্ষেতলাল ও কালাই উপজেলায় ঝড় শুরু হয়।
ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে গাছের ঢাল ভেঙে ঘরের উপর পরলে দেয়াল ধ্বসে দুই শিশুসহ তার মায়ের মৃত্যু হয়। এছাড়া কালাই উপজেলায় দেয়াল ধসে আরোও এক নারীর মৃত্যু হয়েছে।
ঝড়ে জেলার ৪০টি গ্রামের প্রায় দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা।