এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২।
সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ আরো দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৫। এখনো নিখোঁজ রয়েছে ১২ জন।
বুধবার সকালে, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। স্থলচর এলাকায় পৌঁছানোর পর ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৫৪জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ঢাকা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা।