নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম আমির হোসেন (৪০)। বুধবার বেলা এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার কাজীপাড়া এলাকার ভুতু প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে আমির হোসেন তার বাড়ির পাশে সেচ পাম্পের মটরের তার জোড়া দিতে যায়। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বেলা এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তার পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।