মেহেন্দিগঞ্জে তাসরিফ-৩ লঞ্চের ধাক্কায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন গতকাল শুক্রবার।
মেহেন্দিগঞ্জের উলানিয়া নামক স্থানে ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চের ধাক্কায় উপজেলার পৌরসভার কালিকাপুর গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী জয়নব নামের এক নারী (৪৫) নিহত হয়েছে । এ সময় গুরুতর আহত হয়েছেন উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রামের কামাল ব্যাপারীর ছেলে সোহাগ (২০)। আহতের অবস্থা আশংকাজনক বলে স্থানীয় সূত্রে জানা যায়।
গতকাল শুক্রবার দিবাগত (১২ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া কালিগঞ্জ লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লঞ্চটি উলানিয়া কালিগঞ্জ লঞ্চ ঘাটে আসলে ঘাট দেওয়ার সময় টার্মিনালে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।