ধানসিঁড়ি নিউজ: বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অবৈধভাবে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে দুটি মাইক্রোবাসসহ চার জনকে আটক করা হয়েছে।
অভিযুক্ত মাইক্রোবাসে যাত্রী পরিবহনের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে অতিঃ উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ আবুল কালাম আজাদ এবং সহকারী পুলিশ কমিশনার এযারপোর্ট জোন নাসরীন জাহান এর নেতৃত্বে এস আই মোস্তাফিজ ও এস আই এনামুল হক সহ সঙ্গীয় টিম বিএমপি কর্তৃক এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস দুটিসহ ৪জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, (১) মোঃ শফিকুল ইসলান(৫৯), পিং- মৃতঃ রোকন উদ্দিন মোল্লা, সাং শ্রীপুর, থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ (মাইক্রো ড্রাইভার), (২) মোঃ ফিরোজ আলম(৩৮), পিং- জোনাব আলী হাওলাদার, সাং- চরকয়া, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠি (মাইক্রো ড্রাইভার), (৩) আল আমীন(৪০) পিং- মৃঃ নুর মোহাম্মদ, সাং- শেরে বাংলা সড়ক, ২৮ নং ওয়ার্ড, থানা- এয়ারপোর্ট, বরিশাল (দালাল), (৪) মোঃ সোহেল রানা(২০) পিং- মো বাবলু, সাং- চর শিবলী, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহাদাৎ হোসেনের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ০১ ও ০২ নং আসামি (ড্রাইভারদ্বয়)কে ৪০০০/- টাকা, ০৩ নং আসামি দালালকে ৩০০০/- টাকা মোট ৭০০০/- টাকা জরিমানা করা হয় এবং ০৪ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদের পরে অভিযোগ না পাওয়ায় নিষ্কৃতি দেয়া হয়।
এ অভিযান কার্যক্রম চলমান থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাগণ জানিয়েছেন। যে কোনো অনিয়ম নিয়ন্ত্রণে বিএমপি’র 01769-690126 নং হটলাইনে কল করার জন্য আহ্বান জানিয়েছেন।