ধানসিঁড়ি নিউজ।।দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।বিপদের সময়ে যাকে কাছে পাওয়া যায় সেই হল আসল বন্ধু। সেই মহান বন্ধুত্বের পরিচয় দিল মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন।
গত ২৬ই মে ২০ খ্রি.মেহেন্দিগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের খরকীতে জনৈক করোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন থেকে বর্ণিত এলাকার ২০ টি বাড়ির ৫০টি ঘর তাৎক্ষণিকভাবে লকডাউন ঘোষণা করা হয়।
বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমানের নির্দেশনায় এবং জনবান্ধন সংসদ সদস্য পংকজ নাথ এমপি’র পরিকল্পনা মোতাবেক সাময়িকভাবে লকডাউনের ফলে নিয়মিত বাজার-ঘাট করতে না পারা পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন।
খাদ্যসামগ্রীর জন্য প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে করোনা দূর্গত এলাকার জন্য এক মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে বাড়ি বাড়ি গিয়ে সেই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় লকডাউন এলাকায়৷ এই বিশেষ কাজে ঝুঁকি নিয়ে সহায়তা করেছেন স্থানীয় কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন ও স্থানীয় স্বেচ্ছাসেবক নেতা কর্মী বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে খাদ্য সামগ্রী বিতরনে সহায়তাকারী (যারা নিজেদের স্বাস্থ্যঝুঁকি তোয়াক্কা না করে এ কাজে প্রশাসনকে সহযোগিতা করেছেন) তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।