ধানসিঁড়ি নিউজ।। দারিদ্রতামুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছে উপজেলা প্রশাসন মুজিব নগর। তাইতো সমাজ উন্নয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে দেখা যায়।
তেমনি একটি উদ্যোগ ছিল গতকাল ব্লাক বেঙ্গল ছাগল ও গাড়ল ভেড়া বিতরণ। বেলা ১১টায় মাঝপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর দারিদ্রতা মুক্তির লক্ষ্যে ৭৯টি পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণের অংশ হিসেবে পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে ব্লাক বেঙ্গল ছাগল ও গাড়ল ভেড়া বিতরণ করা হয়।যার অর্থায়নে ছিল বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), বাস্তবায়ন করেছে পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলো মুজিবনগর ইউএনও, বাগোয়ান ইউপি চেয়ারম্যান, মেম্বর, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির পরিচালক সহ আরো অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।