ধানসিঁড়ি নিউজ।।কর্তব্য ও কর্মের প্রতি অবিচল ও করোনা যুদ্ধের ফ্রন্ট ফাইটার ডাঃ এস এম রমিজ আহমেদ তার নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে অবশেষে নিজেই এখন করোনা রোগি।
হ্যাঁ বলছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম রমিজ আহমেদের কথা। তিনি এই দুর্যোগময় সময়েও নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের সেবা দিয়ে গেছেন। রবিবার ৩১মে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পজিটিভ হওয়ায় তাকে দ্রুত বরিশাল শেবাচিমে পাঠানো হয়।
ডাক্তার রমিজ আহমেদ’র করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুষ চন্দ্র দে।
দীর্ঘদিন ধরে সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন তিনি। করোনা পজিটিভ হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে এখন তার চিকিৎসা হচ্ছে।