ধানসিঁড়ি নিউজ।। বাংলাদেশে পরিবহন সেক্টরে চাঁদাবাজি একটি ওপেন সিক্রেট বিষয়। পরিবহন সেক্টরের এই চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আইজিপি।
গত ০৪/৬/২০২০ খ্রিঃ বৃহস্পতিবার আইজিপির সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায়, সকল মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিগণদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের উপস্থিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এমন নির্দেশনা দেন তিনি।
সভায় মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করা হয় । সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন আইজিপি।
এছাড়াও অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
বার্তা কক্ষ 







