ধানসিঁড়ি নিউজ।।পরিবহন সেক্টরে চাঁদাবাজি একটি ওপেন সিক্রেট ঘটনা। এই চাদাঁ আদায় বন্ধে কঠোর নির্দেশনা দেন আইজিপি ড.মোহাম্মদ বেনজির আহমেদ বিপিএম বার। তারপর থেকে তা বন্ধে তৎপর পুলিশ প্রশাসন।
আজ ০৬/৬/২০২০ খ্রিঃ শনিবার সকাল দশ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম,নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল এলাকায় যানবাহনে চাঁদাবাজী বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন।পাশাপাশি সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক,শ্রমিকদের সাথে মাননীয় আইজিপি ড. মোহাম্মদ বেনজির আহমেদ বিপিএম-বারের নির্দেশনা গুলো তুলে ধরেন।
তিনি বলেন,লকডাউন তুলে নেয়া হলেও সরকারী নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচলে সড়ক পথে চাঁদাবাজী বন্ধ ও স্বাস্থ্য বিধি মানা সহ ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে আমাদেরকে সচেতন থাকতে হবে।সবাই নিজ নিজ অবস্থানে থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যে যার ঘরে অবস্থান করে করোনার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবেন। অযথা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফেরা না করে সরকারী নির্দেশনা মেনে পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করুন।
বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দের নিয়ে পর্যবেক্ষণকালে তিনি আরও বলেন, কোন রকম পরিবহন থেকে চাঁদা আদায় করা যাবেনা। পাশাপাশি স্টাফদের বেতন ভাতা বকেয়া রাখা যাবেনা। এ রকম কোন অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
আকস্মিক ভাবে বিভিন্ন পরিবহনের ওয়ে বিল(ট্রিপ সামারী)চেক করার পাশাপাশি সড়ক পথে কোথাও কোন চাঁদাবাজী হলে সাথে সাথে পুলিশকে জানাতে পরিবহন শ্রমিক ও চালকদেরকে অনুরোধ জানান।