ধানসিঁড়ি নিউজ ডেস্ক।। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বেগম শাহান আরা আবদুল্লাহ ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় বিএসএমএমইউ তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. মোঃমজিবর রহমান সরোয়ার ও মহানগর সম্পাদক জিয়া উদ্দিন শিকদার। তাঁরা মরহুমার বিদায়ী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বেগম শাহান আরা আবদুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে ধানসিঁড়ি নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করছে।