ধানসিঁড়ি নিউজ: বরিশালের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের স্বত্ত্বাধীকারী ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন এ্যাজমা ও শ্বাসকষ্টজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
বিকেলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাহাত আনোয়ার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শিবলু সাদিক। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবেই তিনি পূর্ব থেকেই এ্যাজমায় আক্রান্ত। রোববার এ্যাজমার সমস্যা বেশি দেখা দিলে রাহাত আনোয়ার হাসপাতালেই চিকিৎসা নেন তিনি। এই কর্মকর্তা বলেন, আসলে আমরা কোন ধরণের রিস্ক নিতে চাচ্ছিলাম না। সে কারনে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে শিবলু সাদিক বলেন, তিনি (ডাঃ আনোয়ার হােসেন) করোনায় আক্রান্ত নন। মূলত তিনি একিউট এ্যাজমায় আক্রান্ত।