বিশেষ প্রতিবেদন: দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ গুণরাজ (মৃৎশিল্পী) অনিল পাল আর নেই। তিনি আজ দুপুর ২.৩০ মিনিটে বাধর্ক্য জনিত কারনে পিরোজপুর পাল পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি ছিলেন সবচেয়ে প্রবীণ ও দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ গুণরাজ। তিনি ৭৫ বছর ধরে মাটির তৈরী প্রতিমা, ভাস্কর্য তৈরী করে আসছিলেন। বাবার হাত ধরে তিনি রায়ের কাঠী জমিদার বাড়িতে প্রথম দুর্গা পূজার প্রতিমা গড়েন। সেই থেকে মৃত্যুর আগ পযর্ন্ত তিনি সক্রিয় ছিলেন। বরিশাল মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা এই গুণী শিল্পীকে বেশ কয়েক বছর সম্মাননা জানিয়েছে। তার মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। চারুকলা বরিশাল এর পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করেছে সংগঠনের সভাপতি আলতাফ হোসেন, সম্পাদক রনি দাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেনসহ বহু শিল্পীজন দেশের এই বরেণ্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রবীন এই গুণী শিল্পী মৃত্যুকালে ২ মেয়ে ও এক ছেলে বহু শুভাকাক্ঙ্খী, স্বজন বন্ধু, রেখে যান। গুণী এই শিল্পীর প্রতিমা নির্মাণ শৈলী ছিল অনন্য। তিনি সাধারণত প্রকৃতি থেকে রঙ আহরণ করে ব্যবহার করতেন। তার মৃত্যুতে বরিশালে প্রতিমা নির্মান শিল্প জগতে একটি যুগের অবসান ঘটেছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- অন্তিম যাত্রায় চলে গেলেন প্রবীন মৃৎশিল্প অনিল পাল
অন্তিম যাত্রায় চলে গেলেন প্রবীন মৃৎশিল্প অনিল পাল
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১১:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- ৪৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ