ধানসিঁড়ি নিউজ।। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসাধারনকে সচেতন করতে গত দুই মাসে বরিশাল জেলায় মোট ৩১৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এই পর্যন্ত ৩১৫টি ভ্রাম্যমাণ আদালতে ৫৪২ জন ব্যক্তি ও ৬৮০টি প্রতিষ্ঠানকে ৪৫ লাখ ২১ হাজার ২৫০টি জরিমানা করা হয়। এছাড়া ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১২টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সদা সচেষ্ট রয়েছে প্রশাসন এবং জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।