ধানসিঁড়ি নিউজ।।নবাগত বিভাগীয় কমিশনার জনাব অমিতাভ সরকার এর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করে গত ৪ জুন বৃহস্পতিবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল ৯ জুন মঙ্গলবার দুপুর ১ টায় বরিশাল বিভাগীয় কমিশনার এর বাসভবন এর অফিস কক্ষে দায়িত্ব ভার গ্রহণ করেন নবাগত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।
এ সময় দায়িত্ব ভার হস্তান্তর করেন সাবেক বিভাগীয় কমিশনার জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এর আগে একইদিন ৪ জুন পৃথক এক আদেশে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি প্রদান করে সচিব হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দরা।