ধানসিঁড়ি নিউজ।।জারীকৃত নির্দেশনা অমান্য করে সিলোনিয়া বাজারের কাছেই একটি টং চায়ের দোকান নির্দিষ্ট সময়ের পরে খোলা রাখলেও মাস্কহীন,দরিদ্র ও বৃদ্ধ দোকান মালিককে মোবাইল কোর্ট জরিমানা না করে মাস্ক প্রদান করেন। দরিদ্র ও বৃদ্ধ দোকান মালিক তার ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে প্রতিশ্রুতি দেন যে তিনি আর কখনো মাস্কহীন ঘর থেকে বের হবেন না এবং নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখবেন না।
আজ ১০/০৬/২০২০ খ্রিঃ তারিখে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারীকৃত নির্দেশনা বজায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,দাগনভূঞা কতৃক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদর, মাতুভূঞা, সিলোনিয়া ও জয়লস্কর বাজারে মাস্ক পরিধান না করা,জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করায়, একই যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী উঠায়, সামাজিক দূরত্ব বজায় না রেখে কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে মোট পাঁচটি মামলায় ৪২০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অধিকন্তু জারীকৃত নির্দেশনা মেনে চলার, মাস্ক পরিধানের,গণজমায়েত করে আড্ডা না দেওয়ার; একই যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।