নিউজ ডেস্ক: বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বজলুর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত বজলুর রহমান নগরীর নিউ ভাটিখানা এলাকার আসমত আলী খানের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, বজলুর রহমান মঙ্গলবার ভোরে করোনা উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই সাথে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এখন পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ৪৯ জন। এর মধ্যে পজেটিভ ছিলেন ১৪ জন।
																			
																বার্তা কক্ষ								 







