ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাকে লকডাউন ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণার দাবিতে একটি রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) আইনজীবী মো. মাহবুবুল ইসলামের পক্ষে এই রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিষয়টি নিশ্চিত করে জানান আইনজীবী মনজিল মোরসেদ নিজেই।

রিটে ঢাকা শহরকে লকডাউন ঘোষণা এবং চিকিৎসার জন্যে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই (হাসপাতাল ও প্রশাসন), সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবলায়ের (ক্যাবিনেট) সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), র্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী করা হয়েছে রিটে।

রিটে বলা হয়েছে- পুরো ঢাকা শহর লকডাউনের পর উক্ত সময়ে সিটি করপোরেশনের মেয়রগন কমিশনারদের মাধ্যমে প্রত্যেক এলাকায় প্রয়োজনে গরিবদের খাদ্য ও ওষুধ সরবরাহ করবেন। এ কাজে সরকার সার্বিক সহযোগীতা প্রদান করবে। স্বাস্থ্য কর্মীদের উন্নত চিকিৎসার জন্য করোনাকালে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

রিটে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী সনাক্ত হচ্ছে এবং ইতিমধ্যে ১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। গত ১৮ এপ্রিল সরকার প্রফেসর মো. শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্য বিশেষজ্ঞ নিয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করার পর পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় উক্ত কমিটি সর্বশেষ গত ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে করোনায় মৃত্যু কমানোর জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কার্যকরি সুপারিশ প্রদান করেন। তাই উক্ত রিট আবেদনে পরামর্শক কমিটির সিদ্ধান্ত ও সুপারিশ সমূহের বাস্তবায়নের নির্দেশনা চওয়া হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, করোনাভাইরাসের বিস্তার বন্ধ করতে সারাদেশে আক্রান্ত ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে যতটা বড় এলাকায় সম্ভব, জরুরিভাবে লকডাউন করার সুপারিশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে মনে হচ্ছে সবচেয়ে বেশী ঝুকিতে রাজধানীবাসীরা। তাই রাজধীনী ঢাকার পুরো এলাকা লকডাইন চেয়ে রিট করা হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। তা স্বাস্থ্যকর্মীদের জন্যে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহ রাখার জন্যে আর্জি জানিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময় কৃষ্ণের সমর্থকদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

ঢাকাকে লকডাউন ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

রাজধানী ঢাকা মহানগরীর পুরো এলাকাকে লকডাউন ঘোষণার দাবিতে একটি রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) আইনজীবী মো. মাহবুবুল ইসলামের পক্ষে এই রিট আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিষয়টি নিশ্চিত করে জানান আইনজীবী মনজিল মোরসেদ নিজেই।

রিটে ঢাকা শহরকে লকডাউন ঘোষণা এবং চিকিৎসার জন্যে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই (হাসপাতাল ও প্রশাসন), সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবলায়ের (ক্যাবিনেট) সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), র্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী করা হয়েছে রিটে।

রিটে বলা হয়েছে- পুরো ঢাকা শহর লকডাউনের পর উক্ত সময়ে সিটি করপোরেশনের মেয়রগন কমিশনারদের মাধ্যমে প্রত্যেক এলাকায় প্রয়োজনে গরিবদের খাদ্য ও ওষুধ সরবরাহ করবেন। এ কাজে সরকার সার্বিক সহযোগীতা প্রদান করবে। স্বাস্থ্য কর্মীদের উন্নত চিকিৎসার জন্য করোনাকালে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

রিটে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী সনাক্ত হচ্ছে এবং ইতিমধ্যে ১ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। গত ১৮ এপ্রিল সরকার প্রফেসর মো. শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্য বিশেষজ্ঞ নিয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করার পর পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় উক্ত কমিটি সর্বশেষ গত ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে করোনায় মৃত্যু কমানোর জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কার্যকরি সুপারিশ প্রদান করেন। তাই উক্ত রিট আবেদনে পরামর্শক কমিটির সিদ্ধান্ত ও সুপারিশ সমূহের বাস্তবায়নের নির্দেশনা চওয়া হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, করোনাভাইরাসের বিস্তার বন্ধ করতে সারাদেশে আক্রান্ত ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে যতটা বড় এলাকায় সম্ভব, জরুরিভাবে লকডাউন করার সুপারিশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে মনে হচ্ছে সবচেয়ে বেশী ঝুকিতে রাজধানীবাসীরা। তাই রাজধীনী ঢাকার পুরো এলাকা লকডাইন চেয়ে রিট করা হয়েছে।

তিনি বলেন, করোনা মহামারির ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছেন। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। তা স্বাস্থ্যকর্মীদের জন্যে পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহ রাখার জন্যে আর্জি জানিয়েছি।