।।একাধিক গবেষণায় দেখা গিয়েছে, প্লাস্টিক এবং ধাতব বস্তুর উপর ভাইরাসটি ৩ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ, এই উপাদানগুলোর উপরিভাগ ছিদ্রহীন হওয়ায় ভাইরাস দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে।
অন্য দিকে গবেষকরা জানাচ্ছেন, জামা-কাপড়ের ছিদ্রযুক্ত পৃষ্ঠতল ভাইরাসটিকে আটকে রাখে এবং সংক্রমিত হতে দেন না। ফলে জামা-কাপড়ে ঘণ্টা খানেকের বেশি বেঁচে থাকতে পারে না এই ভাইরাস।
সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গিয়েছে, করোনাভাইরাস ছিদ্রহীন পৃষ্ঠে দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। অর্থাৎ, জামা-কাপড় করোনাভাইরাসের সংক্রমণের উপযুক্ত মাধ্যম নয়। তবে তাই বলে একে সম্পূর্ণ নিরাপদও বলা যায় না।
কারণ, জামা-কাপড়ের গায়ে লেগে থাকা ভাইরাস কণা হাতের মাধ্যমেও নাক, মুখ বা চোখের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
তাই ব্যবহৃত জামাকাপড় নিয়মিত উষ্ণ সাবান-পানিতে ভালো করে ধুয়ে ফেলতে হবে। না হলে সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যায়।