ধানসিঁড়ি নিউজ।।করোনা আক্রান্ত ছোট্ট সোনা-মনি, ৬ বছর বয়সের ছোট্ট খুকি। সে তো লকডাউন বুঝবে না, আইসোলেশন কি তাও সে জানে না।
কিন্তু পাশের বাসার বন্ধু-বান্ধবীর সাথে তো খেলতে মনে চায়। মনে চায় উঠানে, ছাদে ছোট ছোট পায়ে দৌড়াতে, ঘরে বসে পুতুল নিয়ে খেলতে।
আজ কি হলো তার? কোন খেলার সঙ্গী নাই। সকলের বাসার দরজা তার জন্য বন্ধ। না এটা হতে পারে না। আমরা সকলে মিলে না হয় তার খেলার সময় উঠানে যাবো না, ছাদে উঠবো না। ও খেলুক আমারা দুর হতে ওর সাথে কথা বলবো, গল্প করবো। ওর কচি মনে আমাদের জন্য যেন কোন ঘৃনা না জন্মায়।
ছোট্র এই শিশুর জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে ছোট্ট উপহার এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা।
কতগুলো পুতুল ও খেলনা সামগ্রী উপহার নিয়ে হাজির হলেন তার বাড়িতে। প্রত্যকের উচিত প্রতিটি করোনাক্রান্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া।
স্বাস্থ্য বিভাগ, পিরোজপুর থেকে তার এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সকলকে করোনা রোগীর প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানান।