ধানসিঁড়ি নিউজ।।করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন মোঃ সামছুর রহমান, চেয়ারম্যান (সরকারের সম্মানিত সচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; মোঃ সরওয়ার আলম, পরিচালক (বিপণন), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ পটুয়াখালী জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ।
সভায় সশরীরে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল; সিভিল সার্জন, পটুয়াখালী; চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ ; পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পটুয়াখালী জেলায় দ্রুত গতিতে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী পটুয়াখালী জেলার করোনা ঝুঁকিপূর্ণ এলাকা সমূহকে লাল, হলুদ বা সবুজ জোনে বিভক্ত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পটুয়াখালী জেলাকে বিভিন্ন জোনে বিভক্ত করার বিষয়ে জেলা কমিটির সুপারিশ সমূহ ন্যাশনাল টেকনিক্যাল কমিটির নিকট প্রেরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।