ধানসিঁড়ি নিউজ।।আজ ১৪/০৬/২০২০ খ্রিঃ তারিখে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারীকৃত নির্দেশনা বজায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা কতৃক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদর, মাতুভূঞা, সিলোনিয়া ও জয়লস্কর বাজারে একই যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী উঠায়,মাস্ক পরিধান না করা, জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করায়,সামাজিক দূরত্ব বজায় না রেখে কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে মোট দশটি মামলায় ১২৬০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।অধিকন্তু জারীকৃত নির্দেশনা মেনে চলার, মাস্ক পরিধানের, গণজমায়েত করে আড্ডা না দেওয়ার; একই যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
জারীকৃত নির্দেশনা অমান্য করে বেকারি দোকান খোলা রাখায় ভেতরে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোন স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ৫০০০/- অর্থদন্ড আরোপ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিৎ করার লক্ষ্যে নিয়মিত এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড দাগনভূঞা।