ধানসিঁড়ি নিউজ।। পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ।
সড়ক পথে চাঁদাবাজি বন্ধ ও স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে আজ-১৪/০৬/২০২০খ্রি: (রোজ রবিবার) নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় আলোচনা সভা করেছেন বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) বিএমপি নাসরিন জাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট থানা) এস.এম জাহিদ-বিন-আলম, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শাহ্ মো: ফয়সাল আহম্মেদ, পুলিশ পরিদর্শক(অপারেশন) মো: মোস্তাফিজুর রহমান সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।