ধানসিঁড়ি নিউজ।।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের হাত থেকে সর্বসাধারণকে সচেতন করতে এবং সবাইকে নিরাপদের রাখার জন্য ফেনীর দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল ১৫/০৬/২০২০ খ্রিঃ তারিখে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দাগনভূঞা কতৃক অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে জারীকৃত নির্দেশনা অমান্য করে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা সদরের জিরো পয়েন্ট ও রাজাপুর বাজারে একই যানবাহনে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক যাত্রী উঠায়,মাস্ক পরিধান না করা, জারীকৃত নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ও সামাজিক দুরত্ব বজায় না রেখে গণজমায়েত করায়,সামাজিক দূরত্ব বজায় না রেখে কোন কারণ ছাড়া অযথা ঘুরাঘুরি করায় বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে মোট ১৫ টি মামলায় ৭২০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানের সময় যারা মাস্কহীন ছিলেন তাদেরকে জরিমানার পাশাপাশি দাগনভূঞা পৌরসভার পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। অধিকন্তু জারীকৃত নির্দেশনা মেনে মাস্ক পরিধানের, গণজমায়েত করে আড্ডা না দেওয়ার; একই যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। রাজাপুর বাজারে কুরাইশ মুন্সির ফাঁড়ির পুলিশ উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিশেষে দাগনভূঞা সহকারী কমিশনার ভূমি বলেন,নিয়মিত সচেতনতা অভিযান নিয়মিত চলবে।