নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুজিবুল হক মারা গেছেন। তাকে সাতক্ষীরায় গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে। তাকে দাফনের জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রায় তিন সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন অব ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত আনোয়ার চৌধুরী।
ড. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ে মুজিবুর রহমান সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি হন গত ২ জুন। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। কিন্তু তাতেও তার অবস্থার উন্নতি হয়নি। এ অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।’
অধ্যাপক ডা. মুজিবুল হকের মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতিচারণ করে অনেক চিকিৎসক শোক প্রকাশ করছেন।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- সোহরাওয়ার্দী মেডিকেলের সাবেক পরিচালকের করোনায় মৃত্যু
সোহরাওয়ার্দী মেডিকেলের সাবেক পরিচালকের করোনায় মৃত্যু
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- ৩১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ