ধানসিঁড়ি নিউজ।। মানুষ মানুষের জন্য। মানুষের একটু সহানুভূতি একটু সহযোগিতা কতটা প্রয়োজন তা কেবল মাত্র ভুক্তভোগী ব্যক্তি মাত্রই বুঝতে পারে।লকডাউনে থাকা মানুষ পারিবারিক,সামাজিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে খুবই ভঙ্গুর অবস্থায় থাকে। তার প্রয়োজন হয় বাহিরের সাহায্য ও সহযোগিতার।
আর এই মানবিক বিষয়টি মেহেন্দিগঞ্জের মানবিক ইউএনও পিজুস চন্দ্র দে মর্মে মর্মে উপলব্দি করেছেন। তাই আজ তিনি পাতারহাট বন্দর এলাকা ও মেহেন্দিগঞ্জ পৌরসভার করোনা পজিটিভ রোগীদের বাড়ীতে বাড়িতে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী ও মৌসুমি ফল পৌঁছে দেন এবং তাদের খোঁজ খবর নেন৷
এ সময় ইউএনও, মেহেন্দিগঞ্জ এর পক্ষ থেকে প্রত্যেক রোগীর নিকট একটি বিশেষ শুভেচ্ছাবার্তা প্রেরণ করা হয়৷ প্রেরিত শুভেচ্ছাবার্তায় প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করা হয়৷