ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে দিবালোকে মাদ্রাসার প্রিন্সিপালের উপর সন্ত্রাসী হামলা

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

ধানসিঁড়ি নিউজ।।গতকাল ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক কতৃক এক হুজুরকে বিনা উস্কানিতে হটাৎ করে এসেই উপর্যুপরি চাকু দিয়ে কোপানো এবং শারীরিকভাবে লাঞ্চিত করতে শুরু করে।ভিডিওটি দেয়া হল

খোঁজ নিয়ে জানা যায় ঐ হুজুর হল মামুনুর রশীদ। যিনি একজন হাফেজ, আলেম, প্রিন্সিপাল, সংগঠক, খতীব। পড়ালেখা করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে। কওমী ও আলিয়াতে সমানতালে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি ফেনীর এক শীর্ষ আলেম ফ্যামিলির সন্তান।

ফেনীতে মানুষগড়ার লক্ষ্যে প্রায় ১যুগ আগে ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড আরামবাগ সুইমিংপোলের পাশে “দারুল ঈমান মাদরাসা” প্রতিষ্ঠাতা করেছিলেন। অল্পসময়ে সুশিক্ষার আলো ছড়াতে দারুল ঈমানের ভূমিকা অনন্য। পাশাপাশি স্থানীয়দের ভূমিকাও প্রশংসনীয়।

কিন্তু দুঃখের বিষয়! ভিডিওতে আক্রমণ করা যুবক হল জাহাঙ্গীর আলম নামক এক স্থানীয় সন্ত্রাসী। প্রিন্সিপাল মামুনুর রশীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা করে ও তাঁকে চাকু দিয়ে রক্তাক্ত করে।

জানা যায়, জাহাঙ্গীর আলম দারুল ঈমানের সাবেক ছাত্র শান্তর বাবা। যে সমাপনী পরীক্ষা শেষ করে বর্তমানে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফালাহিয়াতে ৭ম শ্রেণিতে পড়েলেখা করছে।
শান্তর কাছে মাদরাসার বকেয়া টাকা ছিলো। সেগুলো চাওয়ার পর থেকে সে প্রিন্সিপালের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ও ফেসবুকে প্রিন্সিপালের পোস্টে অরুচিকর কমেন্ট করে। প্রিন্সিপাল সাহেব সুরুচিপূর্ণ কমেন্ট করে প্রতিউত্তর দিলে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। তার জের ধরে গতকাল মাদরাসা প্রাঙ্গণে তার উপর প্রকাশ্যে হামলা করে।

একজন অভিভাবক হয়ে অন্যায়ভাবে প্রিন্সিপালের উপর সন্ত্রাসী হামলা ছিলো অমানবিক।

এছাড়াও জানা যায়, তার ছেলে পড়াকালীন সে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের মারপিঠ করত ও শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার করত।

উক্ত ঘটনায় সমস্ত দেশের জনসাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার বিচারের জন্য ফুঁসে উঠেছে ফেনীবাসী । উল্লেখ্য সমসাময়িক ফেনীতে আইনশৃঙ্খলার দারুন অবনতি পরিলক্ষিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

ফেনীতে দিবালোকে মাদ্রাসার প্রিন্সিপালের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৭:০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

ধানসিঁড়ি নিউজ।।গতকাল ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক কতৃক এক হুজুরকে বিনা উস্কানিতে হটাৎ করে এসেই উপর্যুপরি চাকু দিয়ে কোপানো এবং শারীরিকভাবে লাঞ্চিত করতে শুরু করে।ভিডিওটি দেয়া হল

খোঁজ নিয়ে জানা যায় ঐ হুজুর হল মামুনুর রশীদ। যিনি একজন হাফেজ, আলেম, প্রিন্সিপাল, সংগঠক, খতীব। পড়ালেখা করেছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে। কওমী ও আলিয়াতে সমানতালে তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। এছাড়াও তিনি ফেনীর এক শীর্ষ আলেম ফ্যামিলির সন্তান।

ফেনীতে মানুষগড়ার লক্ষ্যে প্রায় ১যুগ আগে ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড আরামবাগ সুইমিংপোলের পাশে “দারুল ঈমান মাদরাসা” প্রতিষ্ঠাতা করেছিলেন। অল্পসময়ে সুশিক্ষার আলো ছড়াতে দারুল ঈমানের ভূমিকা অনন্য। পাশাপাশি স্থানীয়দের ভূমিকাও প্রশংসনীয়।

কিন্তু দুঃখের বিষয়! ভিডিওতে আক্রমণ করা যুবক হল জাহাঙ্গীর আলম নামক এক স্থানীয় সন্ত্রাসী। প্রিন্সিপাল মামুনুর রশীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা করে ও তাঁকে চাকু দিয়ে রক্তাক্ত করে।

জানা যায়, জাহাঙ্গীর আলম দারুল ঈমানের সাবেক ছাত্র শান্তর বাবা। যে সমাপনী পরীক্ষা শেষ করে বর্তমানে ফেনীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফালাহিয়াতে ৭ম শ্রেণিতে পড়েলেখা করছে।
শান্তর কাছে মাদরাসার বকেয়া টাকা ছিলো। সেগুলো চাওয়ার পর থেকে সে প্রিন্সিপালের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ও ফেসবুকে প্রিন্সিপালের পোস্টে অরুচিকর কমেন্ট করে। প্রিন্সিপাল সাহেব সুরুচিপূর্ণ কমেন্ট করে প্রতিউত্তর দিলে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। তার জের ধরে গতকাল মাদরাসা প্রাঙ্গণে তার উপর প্রকাশ্যে হামলা করে।

একজন অভিভাবক হয়ে অন্যায়ভাবে প্রিন্সিপালের উপর সন্ত্রাসী হামলা ছিলো অমানবিক।

এছাড়াও জানা যায়, তার ছেলে পড়াকালীন সে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের মারপিঠ করত ও শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার করত।

উক্ত ঘটনায় সমস্ত দেশের জনসাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার বিচারের জন্য ফুঁসে উঠেছে ফেনীবাসী । উল্লেখ্য সমসাময়িক ফেনীতে আইনশৃঙ্খলার দারুন অবনতি পরিলক্ষিত হচ্ছে।