ফাইল ফটো
নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই ও নাতনি আরাধ্যা। চিকিৎসা শেষে গত ২৭ জুলাই পুত্রবধূ ঐশ্বরিয়া রাই ও নাতনি আরাধ্যা বাড়ি ফিরে যান। অবশেষে করোনামুক্তির পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে অমিতাভ বচ্চন বাড়ি ফিরেছেন। তবে পুত্র অভিষেক এখনও চিকিউসাধীন রয়েছেন।
এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি। ছাড় দেয়া হয়েছে। আমি নির্জন কোয়ারেন্টাইনে ফিরে এসেছি।
নিজের করোনামুক্তির জন্য সৃষ্টিকর্তা, প্রয়াত মা-বাবা, ভক্ত-অনুরাগী ও নানাবতী হাসপাতালের চিকিৎসক-নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।