কাজি সাইফুল ইসলামঃ
“ভূমি আইন বাস্তবায়নে সার্ভেয়ারদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার পার্টি আজ বরিশাল বান্দ রোডস্থ দি রিভার ভিউ চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন এর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রিয়াজ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ শহিদুল ইসলাম, খতিব, তালুকদার জামে মসজিদ, সাগরদী, বরিশাল।
সার্বিক সহযোগীতায় ছিলেন- মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ কাজল হোসেন, মোঃ বাবুল আকতার, মোঃ রুহুল আমীন, মোঃ শফিক আমিন, কাজী সাইফুল ইসলাম, মোঃ এরশাদুল ইসলাম নিজাম, মোঃ কামাল হোসেন খলিফা, মোঃ মজিবুল হক, মোঃ এনামুল হক, মোঃ নাঈমুর রহমান ফরিদ, মোঃ শফিকুল ইসলাম আনু, মোঃ সুলতান হোসেন ও মোঃ হাসান।
উক্ত অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক সার্ভেয়ারদের অংশগ্রহনে ভূমি আইন বাস্তবায়নে সার্ভেয়ারদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।