নগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক নগরীর সাগরদী এলাকার মোঃ ইউনুস মিয়ার পুত্র।
নিহতের পিতা মোঃ ইউনুস মিয়া জানান, গত ২৯ ডিসেম্বর রাতে রেজাউলকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন মাহি। রাতেই মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। ৩০ ডিসেম্বর রেজাউলকে আদালতে পাঠায় পুলিশ। তিনি আরও জানান,আটককালে রেজাউলের শারিরিক অবস্থা স্বাভাবিক ছিল। পুলিশের নির্যাতনে রেজাউলের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন।
এবিষয়ে জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ওই যুবক কারগারে অসুস্থ হয়ে পরলে শুক্রবার তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শনিবার দিবাগত রাত বারটার দিকে তার মৃত্যু হয়। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান,অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।