মহিববুল্লাহ, চরফ্যাশন হতেঃ চরফ্যাসন পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএম মেশিনে ভোট প্রদান করেন ভোটারগন।
পৌরসভার ৮ নং ওয়ার্ডে ৫ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তারমধ্যে চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান মোক্তাদী বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীর চেয়ে ২৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২৮শে ফেব্রুয়ারী সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত শান্তিপুর্ন ভাবে পৌরসভার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়। উপজেলা রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনার পর নব নির্বাচিত কাউন্সিলর ছুটে যান তার নিকট প্রতিদন্দী প্রার্থী মু্ন্নার বাসায় তাকে সান্তুনা দেন ও মিষ্টিমুখ করান। উভয় পক্ষের সমর্থকদের মধ্যেই আনন্দ বিরাজ করে।