জাকারিয়া ইসলাম জাহিদ :পটুয়াখালীর মহিপুরে গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হয়ে একটি বসতঘর আগুনে পড়ে ছাই হয়ে হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে বকুল বেগম (৬৫) নামের এক নারী কিছুটা দগ্ধ হয়েছে। গতকাল রাত ০৮ টার দিকে ইউসুফ পুর গ্রামের মনির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মনিরের স্ত্রী গ্যাসের চুলায় পানি গরম করতে যায়। এসময় অসাবধানতাবসত চুলা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহুর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পরে।
দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস পৌছার আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে আহত বকুল বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মজনু গাজী মনিরকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাদ মোহাম্মদ শহিদুল হক জানান, মনিরের ক্ষতি কাটিয়ে উঠতে তার পরিবারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।