নিউজ ডেস্ক // লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচরের কাচারীবাগ এলাকায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শাকচরের দুই নম্বর ওয়ার্ডে আবু ছিদ্দিক ও তার স্ত্রী আতর নেছাকে নিজ বাড়িতে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার মাঝ রাতে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার আশরাফুজ্জামান আশরাফ জানান, সম্ভবত ৩-৪ দিন আগে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তার কারণ জানতে কাজ করছে পুলিশ।
বার্তা কক্ষ 







