ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আগামী রোববার (২৩ জুন) থেকে রাজধানীতে তিন দিনব্যাপী স্বর্ণ কর মেলা শুরু হচ্ছে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
  • ৪৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ আগামী রোববার (২৩ জুন) থেকে রাজধানীতে তিন দিনব্যাপী স্বর্ণ কর মেলা শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

বুধবার (১২ জুন) রাতে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত সাধারণ সভা ও স্বর্ণ কর মেলা সম্পর্কিত আলোচনা সভায় তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক খান। দিলীপ কুমার জানান, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বর্ণ কর মেলা। আগামী ২৩, ২৪, এবং ২৫ জুন তিন দিনব্যাপী এ মেলা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিভাগীয় শহরে ২৪ ও ২৫ জুন এ মেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অপ্রদর্শিত স্বর্ণকে কর দিয়ে বৈধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাজুস যৌথভাবে এ মেলার আয়োজন করছে। সরকারের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সরকার যদি আমাদের একটু সহায়তা করেন। এ দেশের অর্থনীতিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবো। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে শুল্ক ও কর নির্ধারণ করতে হবে।
বস্ত্র, পাট ও চামড়া শিল্পের পর এ দেশের অর্থনীতিতে জুয়েলারি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি জানান। এ জন্য ঢাকার অদূরে জুয়েলারি পল্লী জন্য জমি বরাদ্দ করলে এবং একটি আধুনিক জুয়েলারি ইনস্টিটিউশন তৈরির অনুমোদন দিলে আগামী ১০ বছরের মধ্যে এদেশের জুয়েলারি শিল্পে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বলেও তিনি মনে করেন।

এদিকে গত ২৮ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে যাতে বলা হয়, কোনো স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী কর্তৃক অঘোষিত অমজুদকৃত এবং উক্ত নীতিমালার আওতায় ঘোষিত স্বর্ণ, স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ওপর প্রদেয় আয়কর কমিয়ে প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রৌপ্যের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ডিলার স্বর্ণব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীকে আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত এবং মওজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্য সম্পর্কে ঘোষণা দিয়ে কর পরিশোধ করতে হবে। এ প্রজ্ঞাপনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বলবত থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

আগামী রোববার (২৩ জুন) থেকে রাজধানীতে তিন দিনব্যাপী স্বর্ণ কর মেলা শুরু হচ্ছে

আপডেট সময় : ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯

অনলাইন ডেস্কঃ আগামী রোববার (২৩ জুন) থেকে রাজধানীতে তিন দিনব্যাপী স্বর্ণ কর মেলা শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

বুধবার (১২ জুন) রাতে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত সাধারণ সভা ও স্বর্ণ কর মেলা সম্পর্কিত আলোচনা সভায় তিনি একথা জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক খান। দিলীপ কুমার জানান, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বর্ণ কর মেলা। আগামী ২৩, ২৪, এবং ২৫ জুন তিন দিনব্যাপী এ মেলা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিভাগীয় শহরে ২৪ ও ২৫ জুন এ মেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অপ্রদর্শিত স্বর্ণকে কর দিয়ে বৈধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাজুস যৌথভাবে এ মেলার আয়োজন করছে। সরকারের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, সরকার যদি আমাদের একটু সহায়তা করেন। এ দেশের অর্থনীতিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবো। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে শুল্ক ও কর নির্ধারণ করতে হবে।
বস্ত্র, পাট ও চামড়া শিল্পের পর এ দেশের অর্থনীতিতে জুয়েলারি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি জানান। এ জন্য ঢাকার অদূরে জুয়েলারি পল্লী জন্য জমি বরাদ্দ করলে এবং একটি আধুনিক জুয়েলারি ইনস্টিটিউশন তৈরির অনুমোদন দিলে আগামী ১০ বছরের মধ্যে এদেশের জুয়েলারি শিল্পে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বলেও তিনি মনে করেন।

এদিকে গত ২৮ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে যাতে বলা হয়, কোনো স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী কর্তৃক অঘোষিত অমজুদকৃত এবং উক্ত নীতিমালার আওতায় ঘোষিত স্বর্ণ, স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ওপর প্রদেয় আয়কর কমিয়ে প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রৌপ্যের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ডিলার স্বর্ণব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীকে আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত এবং মওজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্য সম্পর্কে ঘোষণা দিয়ে কর পরিশোধ করতে হবে। এ প্রজ্ঞাপনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বলবত থাকবে।