বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ ঘটা করে পালন করার রীতি চলে আসছে বহু বছর আগে থেকেই। তারই ধারাবাহিকতায় সারাদেশ জুড়ে চলছে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপনের নানা আয়োজন।
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বরন করে নিতে নগরীর বৈদ্যপাড়ায় অবস্থিত সাকসেস শিক্ষা পরিবারের পৃষ্ঠপোষকতায় প্রজ্ঞা ফাউন্ডেশন আয়োজন করে বর্ষবরণের নানা ধরনের অনুষ্ঠান। নববর্ষের সকালেই একটি শোভাযাত্রা বের হয় সাকসেস মডেল স্কুল, বৈদ্যপাড়া ক্যাম্পাস থেকে। শোভাযাত্রাটি বৈদ্যপাড়া-বিএম কলেজ রোড-নথুল্লাবাদ হয়ে আবার বৈদ্যপাড়া সাকসেস স্কুলে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সকালের আপ্যায়নে ছিলো ব্যতিক্রমী বাঙালী খাবার তেঁতুল গুড়ের শরবত, খৈ, বাতাসা।
এরপর আলোচনা সভা, গান, ছড়া, কবিতা প্রভৃতি সাংস্কৃতিক প্রোগ্রাম এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। মধ্যাহ্নভোজে ছিলো বাঙালী খাবার ভূনা খিচুড়ী, ডিম, আলু ভর্তা, মরিচ ভর্তা, লেবু।
বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকসেস শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রজ্ঞা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক সুভাশীষ দাস (সুভাষ), মাসুদ পারভেজ রিয়াল, সাকসেস মডেল স্কুল এর শিক্ষক, অভিভাবক, ছাত্র, ছাত্রী সহ স্থানীয় বিভিন্ন গুণীজন।