ধানসিঁড়ি নিউজ: ১৪/০৬/২০১৯ তারিখ রাত অনুমান ৯.৩০টার দিকে স্থানীয় জনগন ঝালকাঠি পৌরসভাস্থ মিনিপার্ক হতে মোসাঃ মনেজা বিবি (৬৭) নামক এক বৃদ্ধাকে ঝালকাঠী থানা পুলিশ হেফাজতে দিয়ে গেছে। তার স্বামীর নাম- মৃত আব্দুল গনি জমাদ্দার, পিতা- সেলামত জমাদ্দার, সাং- দুলারহাট, থানা- চরফ্যাশন, জেলা- ভোলা এর বেশি কিছু তার নিকট থেকে জানা যায়নি। তিনি কিভাবে এখানে এসেছেন তাও ঠিকভাবে বলতে পারছেন না।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন বৃদ্ধাকে তাঁর স্বজনদের ফিরিয়ে দেয়ার জন্য। যদি কোনো ব্যক্তি মনেজা বিবির আত্মীয় স্বজনের কোনো ঠিকানা বা কোনোরূপ তথ্য জানতে পারেন তাহলে অফিসার ইন চার্জ ঝালকাঠি থানা, ঝালকাঠি’র 01713-374286 এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।