নিজস্ব প্রতিনিধি:
আজ ১৬ জুন সকাল ১০ টার এমিরেটস এয়ারলাইন্স বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
আগামী ১৭ জুন থেকে ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ১৪ দিনের সফরে তিনি যুক্তরাজ্যের সলেন্ট বিশ্ববিদ্যালয়ে “প্রজেক্ট ব্যবস্থাপনা” শীর্ষক একটি শর্ট কোর্সের প্রশিক্ষণ গ্রহণের জন্য যুক্তরাজ্যে অবস্থান করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের চলমান “মন্ত্রীপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসন সক্ষমতা বৃদ্ধিকরন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১৪ দিনের প্রশিক্ষণ শেষে আগামী ০১ জুলাই তিনি বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।