ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ প্রথা ভেঙে ২২৯ বছর পরে কারা বন্দীদের সকালের খাবার মেন্যু বদলে গেল

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কারাগার প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২২৯ বছর পর্যন্ত একই মেন্যুতে সকালের নাস্তা খাচ্ছিল বাংলাদেশের কারাবন্দীরা। অবশেষে সেই ব্রিটিশ আমল থেকে কারাবন্দীদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার মেন্যু পরিবর্তন হল। কারাবন্দীদের জন্য তৈরি হলো নতুন মেন্যু। ১৬ জুন রোববার থেকে তাদের মেন্যুতে যুক্ত হচ্ছে মুখরোচক কিছু খাবার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম’র সূত্রে জানা গেছে, নতুন মেন্যুতে কারাবন্দীরা সপ্তাহে ২ দিন পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকী ১ দিন হালুয়া-রুটি পাবেন। রোববার সকাল থেকে এই মেন্যু কার্যকর হচ্ছে।
কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। মেন্যুটি ছিল -একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটার সমপরিমাণ রুটি। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটার সমপরিমাণ রুটি।
জেলার মাহবুবুল ইসলাম বলেন, নতুন এই মেন্যুর বিষয়টি জেনে কারাবন্দীরা আনন্দ প্রকাশ করেছে। ঐদিন সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এই মেন্যু উদ্বোধন করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্ত ঝরিয়ে পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই: হাসনাত

ব্রিটিশ প্রথা ভেঙে ২২৯ বছর পরে কারা বন্দীদের সকালের খাবার মেন্যু বদলে গেল

আপডেট সময় : ০১:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯

অনলাইন ডেস্ক:

কারাগার প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২২৯ বছর পর্যন্ত একই মেন্যুতে সকালের নাস্তা খাচ্ছিল বাংলাদেশের কারাবন্দীরা। অবশেষে সেই ব্রিটিশ আমল থেকে কারাবন্দীদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার মেন্যু পরিবর্তন হল। কারাবন্দীদের জন্য তৈরি হলো নতুন মেন্যু। ১৬ জুন রোববার থেকে তাদের মেন্যুতে যুক্ত হচ্ছে মুখরোচক কিছু খাবার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম’র সূত্রে জানা গেছে, নতুন মেন্যুতে কারাবন্দীরা সপ্তাহে ২ দিন পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকী ১ দিন হালুয়া-রুটি পাবেন। রোববার সকাল থেকে এই মেন্যু কার্যকর হচ্ছে।
কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি মেন্যু ছিল। মেন্যুটি ছিল -একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটার সমপরিমাণ রুটি। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটার সমপরিমাণ রুটি।
জেলার মাহবুবুল ইসলাম বলেন, নতুন এই মেন্যুর বিষয়টি জেনে কারাবন্দীরা আনন্দ প্রকাশ করেছে। ঐদিন সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এই মেন্যু উদ্বোধন করেন।