স্টাফ রিপোর্টারঃ রূপাতলীর পটুয়াখালী সড়কে পল্লী বিদ্যুৎ এলাকায় (কাঁঠালতলা) মেসার্স দুবাই মটরস নামক একটি পার্টসের দোকানে আজ সকাল ৯:০০ ঘটিকার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়াতে পারেনি। অগ্নিকান্ডে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
খবর পেয়ে খুবই দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস এর গাড়ি চলে আসায় আশে পাশের দোকান গুলো ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রাথমিক ভাবে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।