নিজস্ব প্রতিবেদকঃ
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। এই এক অমোঘ বানীর পুনরাবৃত্তি করা এবং জনসাধারনকে সচেতন করার উদ্দেশ্যে সপ্তাহের প্রতি শুক্রবার
বিডিক্লিন আয়োজন করে পরিচ্ছন্নতা অভিযান। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও বিডিক্লিন বরিশাল এর ইভেন্ট পরিচালিত হয় হাতেম আলী কলেজ চৌমাথা সহ এর চারপাশে। এখানের প্রতিটি সদস্যই স্বেচ্ছাশ্রমে শুধু মাত্র জনসাধারনকে পরিচ্ছন্নতার বার্তা পৌছেঁ দিতেই নিজে কাজ করে অন্যকে উদ্ভুদ্ধ করে। আজকের ইভেন্টে বিডিক্লিন সদস্যদের সাথে একাত্মতা পোষন করার জন্য উপস্থিত ছিলেন বরিশাল সিটিকর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব সৈয়দ গোলাম মাহবুব সহ আরো ১০ জন নতুন সদস্য।
সাবেক এই প্যানেল মেয়র তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সদস্যদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে থেকে একটি পরিচ্ছন্ন বরিশাল উপহার দেয়ার আহবান জানান।
অপরদিকে বরিশাল জেলা সমন্বয়ক কাজি সাইফুল ইসলাম নতুন সদস্যদের উদ্দেশ্যে বিডিক্লিনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন। নতুনদের উদ্দেশ্যে স্মৃতি রোমন্থন করেন ইঞ্জিনিয়ার মোঃ সাহিদ বিল্লাহ।
নিজের প্রথম ইভেন্টে তার অভিজ্ঞতা শেয়ার করেন ডিজিটাল সার্ভেয়ার ট্রেনিং সেন্টারের সত্বাধিকারী মোঃ রিয়াদুল ইসলাম ও স্কয়ার ফার্মার ডিপোম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিঃ সমন্বয়ক আইটি ও মিডিয়া মোঃ তানভীর খান,অতিঃ সমন্বয়ক লজিষ্টিক যায়েদ ইরফান,কাবেরি জাহান.সুমাইয়া আফরিন,তিথি দেবনাথ,আশিক কুন্ডু,তানজীম শাহরিয়ার,মোঃতুহিন আকন,এস আলম জনি,মারিয়া কাম্পু,
মৌসুমী শর্মা,মোঃফেরদৌস,শুভ,শারমিন সুলতানা রাইয়ান,ইলিয়াছ,রোজানা তাবাচ্ছুম.অপূর্ব চৌধুরী.হাসিব.মোছাদ্দেক.রুমি.রাকা,সায়েদ জুবায়ের, তৌহিদুল আশিক,বাকি বিল্লাহ,লাইজু,শাওন অরন্য.ইব্রাহিম,অমি,ববি,অর্নব বিশ্বাস,ইব্রাহিম মাসুম,প্রদীপ দেব নাথ.জয় অধিকারী,
মাঈদুল ইসলাম,মোঃ শাহরিয়ার মাহফুজ শ্রাবন,মোঃ সাদ্দাম হোসেন সহ আরো অনেকে। উপস্থিত সবার সম্মতিক্রমে আগামি সপ্তাহের ইভেন্টের স্থান নির্ধারন হয় নতুল্লাবাদ বাসস্টান্ডে।
শিরোনাম :
পরিচ্ছন্ন বরিশাল বিনির্মানে তারা কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৯:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- ৪৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ