মোঃ মনিরুল ইসলামঃ বরিশালের প্রাণকেন্দ্র সদর রোড বিবির পুকুরের পাশে রাস্তার পশ্চিম পাড়ের (বেলভিউ এর সম্মুখে) গলির মুখে ঝুঁকিপূর্ন অবস্থায় এই খুঁটিটি দীর্ঘদিন যাবৎ রয়েছে।
একসময় টেলিফোনের তার ও সংযোগের কাজে ব্যবহৃত হতো। এখন এটি ডাক্তারদের নাম ফলক লাগানোর কাজে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে পোস্টটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতটাই বেঁকে আছে, গলিতে ঢুকতে গেলে মাথায় লাগে। পোস্ট কাত হয়ে পার্শ্ব ভবনের আরেকটি সাইনবোর্ডের উপরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেকে আছে। সামান্য এদিক সেদিক হলেই উপড়ে পরে হতাহতের মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ে
এখানকার জনসাধারনের আশংকা কখন যেন ঝুঁকে পড়া খুঁটিটি থেকে বড় কোন দূর্ঘটনা ঘটে যায়। তাই অতি দ্রুত সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট মহল পদক্ষেপ গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে এটাই সকলের প্রত্যাশা।