সরকারের ঘোষিত ডিজিটাল শিক্ষার সুযোগ করে দিতে বরিশালের আগৈলঝাড়ায় ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৮৬টি বিদ্যালয়ে ১২২টি সাউন্ডবক্সসহ ১৫৬টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিতে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির আসন অলংকৃত করেন তিনি। অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিদের হাতে সরকারের আধুনিক শিক্ষা উপকরণ প্রদান করেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল হক তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
শিরোনাম :
আগৈলঝাড়ার ১৫৬টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করলেন আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- ৪২৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ