ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হাদীউজ্জামান বাঁচতে চায় এগিয়ে আসার আহবান সমাজ সেবা সহ বিত্তবানদের কাছে।

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৫১৮ বার পড়া হয়েছে


একটি মানবিক আবেদনঃ

সদা হাস্যজ্জ্বল ও মানুষের বিপদে ছুটে চলা বরিশাল বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ”বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট” এর যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী হাদীউজজ্জামান GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ঢাকার Neuroscience Hospital এ ভর্তি আছেন। ভাইরাসের ইনফেকশন এর জন্য তাঁর শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পরছে। এ অবস্থায় ডাক্তার বলেছিলেন তাঁর শরীরের রক্ত পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ১৬ ব্যাগ O- রক্ত প্রয়োজন ছিলো, যা ম্যানেজ হয়েছিলো। কিন্তু তাঁর শরীরে এ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারনে দায়িত্বরত ডাক্তার আজ (০৫/০৭/২০১৯) সকাল ১১ টার দিকে জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।

এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন । ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে, যার প্রতিটির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। যার সম্পূর্ণ ব্যায়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আত্মীয়দের সহায়তায় তাঁর পরিবার সর্বসাকুল্যে মাত্র ৪ লক্ষ টাকা যোগান দিতে পারবে।

গাজী হাদীউজজ্জামানের বাবা তাঁর আড়াই বছর বয়সে মারা যাওয়ায় হাদীউজ্জামানের পরিবার অস্বচ্ছল হয়ে আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পরে। আত্মীয়দের সহায়তায় লেখাপড়া করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায়, তাঁর পরিবারের মতো একটি অস্বচ্ছল পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।

হাদীউজ্জামানের পরিচয় ও কিছু কথাঃ
গাজী হাদীউজজ্জামান একজন পুরোদস্তুর পরার্থপর মানুষ। মানুষের সেবাই তার ব্রত। বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি শুরু থেকেই শত শত মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়ে বেঁচে থাকতে সহায়তা করেছে। নিজের শরীরের রক্ত দিয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ত্রান কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিন্যমুল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অস্বচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতের পোশাক বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সে যুক্ত ছিলো।

আজ তাঁর জীবনের ক্রান্তিকালে আমরাই তার পাশে দাড়াবো। এরকম একজন হাদীউজজ্জামানের সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের দেশের জন্য দরকার। মানব সভ্যতার জটিল প্রক্রিয়া যেখানে মানুষ অনেক বেশি আত্ম-কেন্দ্রিক, স্বার্থান্ধ হয়ে পরেছে সেখানে একজন হাদীউজ্জামানের হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি।
তাই অনুরোধ জানাচ্ছি আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একজন হাদীউজ্জামানের পাশে দাঁড়াই।


আর্থিক সাহায্যের জন্যঃ
১।বাকী বিল্লাহঃ 01980752106 (বিকাশ
২। ছাকিবঃ 01622425606 (বিকাশ)
৩। তাহসিনাঃ 017090142949 (রকেট)
৪। সানজিদাঃ 015152818893 (রকেট)


যোগাযোগঃ
১। আনোয়ার(রোগীর মামা) : 01716-971053
২। মেরিনাঃ +8801641463039
৩। তৌফিক ওমরঃ +8801706944677
৪। বাহউদ্দিন আবিরঃ +8801837941538
৫। সাগর আহমেদঃ +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্যঃ +8801777047979
৭। ফারজানা ফেরদৌসঃ +8801701736125
৮। মুজাহিদ তিমুঃ +88001771933271
৯।ওয়াহিদুল ইসলামঃ+880 1949229519

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হাদীউজ্জামান বাঁচতে চায় এগিয়ে আসার আহবান সমাজ সেবা সহ বিত্তবানদের কাছে।

আপডেট সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯


একটি মানবিক আবেদনঃ

সদা হাস্যজ্জ্বল ও মানুষের বিপদে ছুটে চলা বরিশাল বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, ”বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট” এর যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী হাদীউজজ্জামান GBS ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ঢাকার Neuroscience Hospital এ ভর্তি আছেন। ভাইরাসের ইনফেকশন এর জন্য তাঁর শরীরের নিম্ন অংশ থেকে প্যারালাইজড হয়ে ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পরছে। এ অবস্থায় ডাক্তার বলেছিলেন তাঁর শরীরের রক্ত পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে ১৬ ব্যাগ O- রক্ত প্রয়োজন ছিলো, যা ম্যানেজ হয়েছিলো। কিন্তু তাঁর শরীরে এ্যাজমা, এলার্জি জনিত সমস্যা ও কিডনি ইনফেকশনের কারনে দায়িত্বরত ডাক্তার আজ (০৫/০৭/২০১৯) সকাল ১১ টার দিকে জানান তাঁর শরীরের রক্ত পরিবর্তন সম্ভব নয়।

এমতাবস্থায় একমাত্র উপায় হলো ভ্যাকসিন । ৫ দিনে মোট ৫ টি ভ্যাকসিন দিতে হবে, যার প্রতিটির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩০০ টাকা। যার সম্পূর্ণ ব্যায়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আত্মীয়দের সহায়তায় তাঁর পরিবার সর্বসাকুল্যে মাত্র ৪ লক্ষ টাকা যোগান দিতে পারবে।

গাজী হাদীউজজ্জামানের বাবা তাঁর আড়াই বছর বয়সে মারা যাওয়ায় হাদীউজ্জামানের পরিবার অস্বচ্ছল হয়ে আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে পরে। আত্মীয়দের সহায়তায় লেখাপড়া করে সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এমতাবস্থায়, তাঁর পরিবারের মতো একটি অস্বচ্ছল পরিবারের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়।

হাদীউজ্জামানের পরিচয় ও কিছু কথাঃ
গাজী হাদীউজজ্জামান একজন পুরোদস্তুর পরার্থপর মানুষ। মানুষের সেবাই তার ব্রত। বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি শুরু থেকেই শত শত মুমূর্ষু রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়ে বেঁচে থাকতে সহায়তা করেছে। নিজের শরীরের রক্ত দিয়েছে। এছাড়াও বন্যার্তদের জন্য ত্রান কার্যক্রম, নিজের এলাকায় প্রথমবারের মত বিন্যমুল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, অস্বচ্ছল মানুষদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ, শীতার্তদের শীতের পোশাক বিতরণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে সে যুক্ত ছিলো।

আজ তাঁর জীবনের ক্রান্তিকালে আমরাই তার পাশে দাড়াবো। এরকম একজন হাদীউজজ্জামানের সুস্থ হয়ে ওঠা ও বেঁচে থাকা আমাদের দেশের জন্য দরকার। মানব সভ্যতার জটিল প্রক্রিয়া যেখানে মানুষ অনেক বেশি আত্ম-কেন্দ্রিক, স্বার্থান্ধ হয়ে পরেছে সেখানে একজন হাদীউজ্জামানের হারিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি।
তাই অনুরোধ জানাচ্ছি আপনি, আমি, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একজন হাদীউজ্জামানের পাশে দাঁড়াই।


আর্থিক সাহায্যের জন্যঃ
১।বাকী বিল্লাহঃ 01980752106 (বিকাশ
২। ছাকিবঃ 01622425606 (বিকাশ)
৩। তাহসিনাঃ 017090142949 (রকেট)
৪। সানজিদাঃ 015152818893 (রকেট)


যোগাযোগঃ
১। আনোয়ার(রোগীর মামা) : 01716-971053
২। মেরিনাঃ +8801641463039
৩। তৌফিক ওমরঃ +8801706944677
৪। বাহউদ্দিন আবিরঃ +8801837941538
৫। সাগর আহমেদঃ +880 1762-103403
৬। মাহমুদ অর্ক্যঃ +8801777047979
৭। ফারজানা ফেরদৌসঃ +8801701736125
৮। মুজাহিদ তিমুঃ +88001771933271
৯।ওয়াহিদুল ইসলামঃ+880 1949229519