ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নবজাতককে কোলে নিয়ে ভিডিও কলে বিয়ে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৭৮২ বার পড়া হয়েছে

Photo Collected
অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবজাতককে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এক তরুণী। আজ বুধবার দুপুরে ভিডিও কলের মাধ্যমে তিনি মালয়েশিয়া প্রবাসী সংশ্লিষ্ট যুবককে বিয়ে করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই বিয়ের ব্যবস্থা করেন।
ওই কনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছরখানেক আগে ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়লে যুবক তাঁকে অস্বীকার করতে শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকার সালিস-বৈঠক হলেও কোনো লাভ হয়নি। এক মাস আগে ওই যুবক মালয়েশিয়া পাড়ি জমান।
কনের পরিবার জানিয়েছে, ছয় দিন আগে কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। এরপর তরুণীর বাবা মুঠোফোনে যুবককে বিয়ের কথা জানালে তিনি তাতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় লোকজনের কাছে বিচারের আশায় পাঁচ দিন ঘুরেও উপযুক্ত কোনো সমাধান করতে না পেরে তরুণীর পরিবার ইউএনওর কাছে নবজাতকের পিতৃ পরিচয় পেতে বিচার দাবি করে। পরে ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (ইউপি) মাধ্যমে উভয় পরিবারকে নোটিশ করেন।
ইউএনওর নোটিশের পরিপ্রেক্ষিতে উপজেলা অডিটোরিয়ামে এই বিয়ের ব্যবস্থা করা হয়। উভয় পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ও নবজাতকের নামে ২ শতক জমি লিখে দেওয়ার চুক্তিতে এই বিয়ে হয়। বিয়ের শাড়ি, কাবিনের ফি ও বিভিন্ন খরচ ইউএনও নিজেই বহন করেন।
বিষয়টির সুষ্ঠু ও সামাজিকভাবে সমাধান হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিয়ের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপর মহলে বড় ধরনের রদবদল

নবজাতককে কোলে নিয়ে ভিডিও কলে বিয়ে

আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯

Photo Collected
অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবজাতককে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এক তরুণী। আজ বুধবার দুপুরে ভিডিও কলের মাধ্যমে তিনি মালয়েশিয়া প্রবাসী সংশ্লিষ্ট যুবককে বিয়ে করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই বিয়ের ব্যবস্থা করেন।
ওই কনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বছরখানেক আগে ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়লে যুবক তাঁকে অস্বীকার করতে শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকার সালিস-বৈঠক হলেও কোনো লাভ হয়নি। এক মাস আগে ওই যুবক মালয়েশিয়া পাড়ি জমান।
কনের পরিবার জানিয়েছে, ছয় দিন আগে কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। এরপর তরুণীর বাবা মুঠোফোনে যুবককে বিয়ের কথা জানালে তিনি তাতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় লোকজনের কাছে বিচারের আশায় পাঁচ দিন ঘুরেও উপযুক্ত কোনো সমাধান করতে না পেরে তরুণীর পরিবার ইউএনওর কাছে নবজাতকের পিতৃ পরিচয় পেতে বিচার দাবি করে। পরে ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (ইউপি) মাধ্যমে উভয় পরিবারকে নোটিশ করেন।
ইউএনওর নোটিশের পরিপ্রেক্ষিতে উপজেলা অডিটোরিয়ামে এই বিয়ের ব্যবস্থা করা হয়। উভয় পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ও নবজাতকের নামে ২ শতক জমি লিখে দেওয়ার চুক্তিতে এই বিয়ে হয়। বিয়ের শাড়ি, কাবিনের ফি ও বিভিন্ন খরচ ইউএনও নিজেই বহন করেন।
বিষয়টির সুষ্ঠু ও সামাজিকভাবে সমাধান হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিয়ের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।