স্টাফ রিপোর্টার:
মেহেন্দীগঞ্জে গলকাটা সন্দেহে একজনকে গণপিটুনি দেয়া হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ- মেহেন্দীগঞ্জে কল্লাকাটা সন্দেহে একজনকে গনপিটুনি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমামিক ৯টায় মেহেন্দীগঞ্জের আলীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম মোঃ বাদল মিঞা, বাড়ি রংপুর। যতদুর জানা যায় বাদল মিঞা মাল বাহী জাহজে কাজ করেন। চা খাওয়ার জন্য আলীগঞ্জ বাজারে এলে বাজারে একজন বোবার সাথে তার ভূল বোঝাবুঝি হলে গোলমাল শুরু হলে লোকজন জড়ো হতে থাকে। যেহেতু সে আলীগঞ্জ বাজারে অপরিচিত এবং ঝগড়া লাগে এক বোবা লোকের সাথে তাই আসল বিষয় বুঝে ওঠার আগেই চলমান “কল্লাকাটা” গুজবের বলি হলেন বাদল মিঞা। তাকে স্থানীয় লোকজন গনধোলা দেয়। গণপিটুনিতে বাদল মিয়া আহত হলে তাকে স্থানীয়রাই মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যর চিকিৎসক সজল দত্ত বলেন, বাদল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, সে রোগীর শংকা মুক্ত। উৎসুক জনতার ভীর ঠেকানোর জন্য জরুরী বিভাগে এক প্লাটুন পুলিশ মোতায়ন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাদল মিঞা পুলিশ হেফাজতে রয়েছে।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- মেহেন্দিগঞ্জে গলাকাটা সন্দেহে একজনকে গণপিটুনি
মেহেন্দিগঞ্জে গলাকাটা সন্দেহে একজনকে গণপিটুনি
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
- ৩১৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ