১৫ জুলাই, সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মরত অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চৌকষ সার্জেন্ট গোলাম কিবরিয়াকে যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁর দুই পা খুব খারাপ ভাবে ভেভে যায়। স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জখমের ভয়াবহতায় সার্জেন্ট কিবরিয়াকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঐদিনই বিকেলে হেলিক্যাপ্টারযোগে ঢাকা মেডিকেলে পাঠায়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ICU তে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর জন্য প্রচুর প্লাটিলেট ( রক্তের সাদা অংশ) দরকার। সাধারনত চার ব্যাগ রক্তে এক ব্যাগ প্লাটিলেট হয়। অনেক রক্তের প্রয়োজন।
রক্তের গ্রুপ- 0(+ve)
প্লিজ হেল্প……
যে যেখান থেকে পারেন রক্ত পেতে সহযোগিতা করুন
ঢাকা মেডিকেল (ICU) ০১৭১০০৯৩৩৭৩ সার্জেন্ট তাওহীদ।