নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশনের দ্বি-মাসিক সভা ও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সার্ভেয়ারদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় রিভারভিউ চাইনিজ রেস্তোরার হল রুমে। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এম,এ, সালাম মিয়া। বক্তারা তাদের বক্তব্যে ভূমিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন বিষয় সুন্দর ভাবে উপস্থাপন করেন। সর্বোপরি নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পুরুষ ব্যক্তি ও স্থানীয় শালিশদের আন্তরিকতার প্রতি গুরুত্বারোপ করা হয়। সমাজ ব্যবস্থা ও আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আমাদের নারীদের তার প্রাপ্য হিস্যা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করতে পারে।

এছাড়াও জরিপ বিজ্ঞান বিষয়ক কর্মশালা পরিচালনা করেন মোঃ আবুল হাসান, সহঃসভাপতি ও মোঃ জাকির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক, বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন। সবশেষে সভাপতি নিবন্ধন প্রাপ্তির জন্য শুকরিয়া জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।