নিউজ ডেস্কঃ ‘এসো সম্প্রীতির বন্ধনে রুখে দেই সাম্প্রদায়িকতা’ শ্লোগান নিয়ে বরিশাল জেলা পূঁজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। পরে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান অতিথি বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, সংগঠক বিজয় কৃষ্ণ দে, বিশেষ ব্যক্তিত্ব শ্যামল কুমার রায়, রবিন্দ্র নাথ বসু, দিলিপ কুমার ঘোষ, স্বপন কুমার দত্ত এবং ব্যবসায়ী মৃনাল কান্তি সাহা। এছাড়া স্থানীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিরাপদে স্বাচ্ছন্দে বসবাস করছেন। কোন মহল যাতে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য সকলের প্রতি আহ্বান জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ-মেয়র সাদিক আবদুল্লাহ
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ-মেয়র সাদিক আবদুল্লাহ
-
বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- ২৯২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ