ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না… আইজিপি

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
  • ৩৪২ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দেশের মহাসড়কে কুরবানির পশুবাহী ট্রাক না থামাতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৩১ জুলাই, বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) তিনি এ নির্দেশ দেন। সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
ঈদে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার ব্যাপারে আইজিপি বলেন, ঈদে মহাসড়ক, নৌপথ ও রেলপথে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে হবে। মহাসড়কের ওপর কোনোভাবেই কুরবানির পশুর হাট বসানো যাবে না। পশুর চামড়া পাচাররোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো স্থানে গুজবের ঘটনার উদ্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে পোশাক শিল্প নিয়ে যেন কোনো ধরনের গুজব সৃষ্টি না হয় সেদিকে সর্তক থাকতে হবে।
পাসপোর্ট ভেরিফিকেশনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, কোনো রোহিঙ্গা বা অপরাধী যেন পাসপোর্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।
সভায় আসন্ন ঈদুল আজহা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সকল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের নিরাপত্তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে বাস অটো মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে খোঁজ খবর নেন জামাতে ইসলামির নেতৃবৃন্দ।

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না… আইজিপি

আপডেট সময় : ১০:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯

অনলাইন নিউজ ডেস্ক: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দেশের মহাসড়কে কুরবানির পশুবাহী ট্রাক না থামাতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৩১ জুলাই, বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় (ক্রাইম কনফারেন্স) তিনি এ নির্দেশ দেন। সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
ঈদে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার ব্যাপারে আইজিপি বলেন, ঈদে মহাসড়ক, নৌপথ ও রেলপথে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে হবে। মহাসড়কের ওপর কোনোভাবেই কুরবানির পশুর হাট বসানো যাবে না। পশুর চামড়া পাচাররোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো স্থানে গুজবের ঘটনার উদ্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে পোশাক শিল্প নিয়ে যেন কোনো ধরনের গুজব সৃষ্টি না হয় সেদিকে সর্তক থাকতে হবে।
পাসপোর্ট ভেরিফিকেশনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, কোনো রোহিঙ্গা বা অপরাধী যেন পাসপোর্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।
সভায় আসন্ন ঈদুল আজহা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সকল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের নিরাপত্তা প্রদানের বিষয়েও আলোচনা হয়।